Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্র-জনতার ওপর একাই ২৮ রাউন্ড গুলি চালায় তৌহিদুল’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৬:০৭

চট্টগ্রাম ব্যুরো: শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগেরদিন চট্টগ্রামে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর তার হামলে পড়ার ছবি সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ওই যুবক একাই সেদিন ছাত্র-জনতার ওপর ২৮ রাউন্ড গুলি চালায় বলে পুলিশ তথ্য দিয়েছেন।

পুলিশ জানিয়েছেন, গ্রেফতার তৌহিদুল ইসলাম (৩২) আওয়ামী লীগ কিংবা এর সহযোগী কোনো সংগঠনের পদ-পদবিতে আছে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে সে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় সাবেক কাউন্সিলর এসরারুল হকের সহযোগী। সরকার পতনের পর তৌহিদুল দেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গিয়ে আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদরের কামালনগর এলাকা থেকে নগরীর চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে নগরীর দামপাড়ায় সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ ও অভিযান) মো. রইছ উদ্দিন জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তৌহিদুলকে সাতক্ষীরায় আত্মগোপনরত অবস্থা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‘গ্রেফতার তৌহিদুল গত ৪ আগস্ট নগরীর চান্দগাঁও এলাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের কথা জিজ্ঞসাবাদে স্বীকার করেছেন। সে একাই সেদিন ২৮ রাউন্ড গুলি করেছিল। সে একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে অন্তত এক ডজন মামলা আছে।’

নগরীর চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘তৌহিদুল যে অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করেছিল, সেটি একটি পাকিস্তানি ওয়ান শ্যূটারগান। অস্ত্রটি আমরা এখনও পাইনি। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।’

বিজ্ঞাপন

তৌহিদুলের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘দলীয় কোনো পদ-পদবিতে আছে কি না সেটা নিশ্চিত নই। তবে সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হকের গ্রুপ করতো। আন্দোলন ঠেকানোর জন্য অস্ত্র নিয়ে তাকে এসরারুলই নামিয়েছিল বলে সে আমাদের জানিয়েছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ আছে। চট্টগ্রামে সন্ত্রাসীদের গডফাদার হিসেবেও তার পরিচিতি আছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পতনের আগমুহুর্তে ৪ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশে চট্টগ্রামসহ সারাদেশে দলটির নেতাকর্মীরা আন্দোলন ঠেকাতে মাঠে নামে। চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়, তিন পোলের মাথা, এনায়েত বাজার, বহদ্দারহাটসহ বিভিন্নস্থানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছিল।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর