বিজ্ঞানীরা মধ্য আমেরিকার দেশ বেলিজে ৪ হাজার বছরের পুরোনো একটি খাল আবিষ্কার করেছেন, যা মায়া সভ্যতার পূর্বসূরিরা মাছ ধরার জন্য ব্যবহার করত। ইউকাটান উপদ্বীপের এই খালগুলো প্রায় ১ হাজার বছর ধরে মিঠা পানির মাছ ধরার জন্য ব্যবহৃত হতো।
উন্নত প্রযুক্তি ড্রোন এবং গুগল আর্থের ছবি ব্যবহার করে খালগুলোর অবস্থান চিহ্নিত করা হয়। খালগুলোর নকশা জিগজ্যাগ আকারে তৈরি, যা জলাভূমির মধ্য দিয়ে মাইলের পর মাইল ছড়িয়ে ছিল।
গবেষকরা বেলিজের ক্রোকড ট্রি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে খনন করে খালগুলোর প্রমাণ পান। মাছ ধরার জন্য সংলগ্ন পুকুরও তৈরি করা হয়েছিল। খননে খুঁজে পাওয়া বর্শার ফলা প্রমাণ করে সেগুলো কাঠে লাগিয়ে মাছ ধরার জন্য ব্যবহার করা হতো।
গবেষণায় বলা হয়েছে, এই খালগুলো আধা যাযাবর মানুষ নির্মাণ করেছিল এবং এগুলো পরবর্তীতে মায়া সংস্কৃতির উত্থানে ভূমিকা রেখেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এত প্রাচীন সময়ে এমন বড় কাজ মানুষের নির্মাণশক্তির ইঙ্গিত দেয়। এই খালগুলো শুধু মাছ ধরার কাজেই ব্যবহৃত হতো না, বরং পরবর্তীতে মায়া সভ্যতার বিকাশেও সাহায্য করেছে।
উল্লেখ্য, মায়া সভ্যতার উৎপত্তি প্রায় খ্রিস্টপূর্ব ২০০০ সালে। মায়া সভ্যতা বর্তমান মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস এবং এল সালভাদর অঞ্চলে বিস্তৃত ছিল। ইউকাটান উপদ্বীপ ছিল মায়া সভ্যতার প্রধান কেন্দ্র। ৯০০ খ্রিস্টাব্দের পর পরিবেশগত সংকট, খাদ্যের অভাব, যুদ্ধ, এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এই সভ্যতা ও শহরের পতন ঘটে।