Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বরিশাল: বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও ৬ জন।

শনিবার (২৩ নভেম্বর) জেলার গৌরনদী উপজেলার টরকী নিলখোলা এলাকায় এবং উজিরপুর উপজেলার দিঘিরপাড় এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম সাইদুল হাওলাদার (৩৭)। তিনি গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে। অপরজন হলেন রুমান হাওলাদার ওরফে রুপম (২২)। তিনি উজিরপুর উপজেলার ধামসর গ্রামের নছিমন চালক মো. মোস্তফা হাওলাদারের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী নিলখোলা এলাকায় বরগুনাগামী শ্রাবণী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে দোকান ভেঙে খাদে পড়ে যায়। এতে ভ্যানের চালকসহ পাঁচ যাত্রী ও বাসের এক শিশু আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভ্যানযাত্রী সাইদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাসযাত্রী সাথী বেগম জানান, চলন্ত অবস্থায় বাসচালক তার আত্মীয়ের (একই বাসের যাত্রী) সঙ্গে কথা বলছিলেন। এতে বাসের যাত্রীরা চালককে বাধা দেন। এ নিয়ে মহাসড়কের গৌরনদী আরিফ ফিলিং স্টেশন এলাকায় যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন বাসচালক। এ ঘটনার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে চাপা দিয়ে দোকান ভেঙে বাস খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

এদিকে জেলার উজিরপুর উপজেলায় ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে রুমান হাওলাদার ওরফে রুপম নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

নিহত রুপমের স্বজন ও স্থানীয়রা জানান, রুপম শনিবার (২৩ নভেম্বর) সকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কর্মস্থল পুরান শিকারপুরের উদ্দেশে রওয়ানা হন। পথে দিঘিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে রুপমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুপমের মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতির্ময় হালদার জানান, দুর্ঘটনার পরপরই ট্রলিচালক ইয়াসিন পালিয়ে যান। নিহত রুপমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে নিয়মানুযায়ী মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর