Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারিচালিত যানবাহন চলাচলে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি

স্পেশাল করসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৯:৫২ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ২৩:২৪

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মহানগরীতে ‘রিকশা-ভ্যান-অটোরিকশা-ইজিবাহক শ্রমিক ফেডারেশনে’র নেতৃবৃন্দ ব্যাটারিচালিত যানবাহন চলাচলে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে, আধুনিকায়ণ করে লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানিয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) ‘রিকশা-ভ্যান-অটোরিকশা-ইজিবাহক শ্রমিক ফেডারেশন’, ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা মানস নন্দী। সমাবেশ পরিচালনা করেন সূত্রাপুর-গেন্ডারিয়া অঞ্চলের শ্রমিক নেতা মানিক মিয়া। বক্তব্য রাখেন ডা. হারুনার রশিদ, মিরপুরের অটোরিকশা শ্রমিক নেতা রাশেদ শাহরিয়ার, উত্তরার শ্রমিক নেতা রাজু আহমেদ, আবু বক্কর, শামীমসহ বিভিন্ন অঞ্চলের অটোরিকশা চালকরা। সমাবেশে বাসাবো, গেন্ডারিয়া, সূত্রাপুর, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন অঞ্চলের অটোচালক ও গ্যারেজ মালিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, দেশের মহামান্য হাইকোর্ট সম্প্রতি ঢাকা মহানগরে ব্যাটারিচালিত যানবাহন বন্ধের যে আদেশ দিয়েছে তা বাস্তবতা বিবর্জিত ও অমানবিক। ঢাকার মহানগরে প্রায় ১০ লাখের অধিক অটোরিকশা চলাচল করে। এসব লোকের কর্মসংস্থানের কোনো বিকল্প ব্যবস্থা না করে এবং শহরের নাগরিকের চলাচলের জন্য গণপরিবহন ব্যবস্থা গড়ে না তুলে একদিকে লাখ লাখ অটোচালকদের কর্মহীন করা ও অন্যদিকে শহরের নাগরিকদের সুলভ ও কম ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা বিঘ্ন ঘটিয়েছে।

বক্তারা আরও বলেন, ‘অতীতের ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশের জনগণের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করেনি। শ্রমিকরা জীবন দিয়ে সরকারের পতন ঘটিয়েছে। আশা করেছিল, তারা কর্মসংস্থানের সুযোগ পাবে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও দেশের কোটি কোটি বেকারদের কাজের কোনো পরিকল্পনা হাজির করতে পারেনি। এমতাবস্থায়, রিকশাচালক ও মালিকরা নিজেরা বিভিন্ন এনজিও, মহাজনদের কাছ থেকে টাকা নিয়ে অটোরিকশা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন। আধুনিক এইযুগে মানুষ বিমান, ট্রেন, বড় বড় জাহাজ চালাচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় চাঁদে যাওয়া, মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখে সেখানে কেন এখনও আমাদের দেশের রিকশা চালকেরা শরীরের ঘাম ঝরিয়ে পায়ের রিকশা চালাবে?’

বক্তারা অটো রিকশার বিভিন্ন সুবিধার দিক তুলে ধরেন— যেমন যে কেউ বাসার গলি থেকে বেরোলে সহজেই কম খরচে অটোরিকশার সহায়তায় তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। গত কয়েকদিন অটোরিকশা বন্ধের ফলে স্কুলগামী ছাত্র, চাকরিজীবী ও সাধারণ জনগণ চরম দুর্ভোগে পড়েছে। সকলকে দীর্ঘক্ষণ পায়ে হেঁটে কাজে যেতে হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর