হাসানের জোড়া আঘাতের পরেও টেইলএন্ডারদের প্রতিরোধ
২৩ নভেম্বর ২০২৪ ২২:২৯
অ্যান্টিগা টেস্টের প্রথম দিন দারুণ বল করেও হাসান মাহমুদ ছিলেন উইকেট শূন্য। আজ দ্বিতীয় দিনের খেলার প্রথম ওভারেই উইকেট পেয়েছেন ডানহাতি এই পেসার, ফিরিয়েছেন জশুয়া ডা সিলভাকে। এক ওভার পর আলজারি জোসেফের উইকেটটাও নিয়েছেন তিনিই, গালিতে জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে। তবে অষ্টম উইকেটে ৭৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েছেন জাস্টিন গ্রিভস আর কেমার রোচ।
সাত উইকেটে ৩৩৬ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ৮৬ রান তুলেছে তারা।
দ্বিতীয় দিনের সকালের প্রথম ওভারেই বল হাতে নেন হাসান। পঞ্চম বলে দারুণ এক ইনসুইংয়ে জশুয়াকে পরাস্ত করেন, বল সোজা লাগে প্যাডে। আবেদনের মুখে আঙ্গুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। আম্পায়ার্স কল আর লেগ বিফোরে কাঁটা পড়েন ডানহাতি এই ব্যাটার।
হাসানের দ্বিতীয় শিকার জোসেফ। গুড লেংথে পিচ করা বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন জোসেফ। কিন্তু ব্যাটের বাইরের দিকে লেগে বল চলে যায় গালিতে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন জাকির। দ্বিতীয় দিন প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি হাসানের দুই উইকেট।
তবে এরপর শক্ত প্রতিরোধ গড়েন জাস্টিন গ্রিভস আর কেমার রোচ। গ্রিভস পেয়েছেন প্রথম ফিফটি। রোচও রাখেন আরেক প্রান্ত সুরক্ষিত।
সারাবাংলা/জেটি