Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

বাংলাদেশ নির্বাচন কমিশন

ঢাকা: নবগঠিত নির্বাচন কমিশন শপথ নেবে আজ (২৪ নভেম্বর)। এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার শপথ গ্রহণ করবেন। দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে।

এছাড়াও, অপর চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত ছয় সদস্যবিশিষ্ট সার্চ কমিটির সুপারিশে নতুন ইসি গঠন করা হলো। গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ‘দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনারস অ্যাপয়েনমেন্ট অ্যাক্ট, ২০২২’ এর ধারা-৩ অনুযায়ী এই সার্চ কমিটি গঠন করা হয়।

এই সার্চ কমিটির কাছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা নাম প্রস্তাব করেন। বিভিন্ন দলের ও সংগঠনের প্রস্তাব থেকে সার্চ কমিটি গত ২০ নভেম্বর রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করেছিলেন। সেখান থেকে গত ২১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ নির্বাচন কমিশন শপথ

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর