Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশার উৎপাতে ব্যস্ততা মশারির রাজ্যে। ছবি


২৪ নভেম্বর ২০২৪ ০৮:০০

মশারির রাজ্য। ছবি: সারাবাংলা

শীত আসি আসি করলেও ডেঙ্গুর প্রাদুর্ভাব কমেনি। সামনে হয়তো চিকুনগুনিয়ার প্রভাব লক্ষ্য করা যাবে। শীতের আগেই মশার উৎপাতে দিন-দিন বাড়ছে মশারির চাহিদা। এগুলোর ৮০ শতাংশই আসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে। আগে মশারি বিক্রি মৌসুমভিত্তিক থাকলেও এখন চলে বছরজুড়ে। অভ্যন্তরীণ লেনদেনের বাইরেও মশারির রফতানি বাজার এখন হাজার কোটি টাকার ওপরে। প্রথমে তাঁতের মশারি তৈরি হলেও পরে নেটে তৈরি মশারির কারখানা গড়ে ওঠে দেশে। মান ও সাইজভেদে ৩ থেকে ৫ হাত মশারি বিক্রি হয় ১৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। মশারির সবচেয়ে বড় পাইকারি বাজার রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেট থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

উৎপাত টপ নিউজ মশা মশারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর