শেষের নাটকে বার্সাকে রুখে দিল সেল্টা ভিগো
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪৫
গত ম্যাচে এই মৌসুমে লিগে প্রথম হারের স্বাদ পেয়েছিলেন তারা। হার থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সেল্টা ভিগোর মাঠে নেমে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। তবে শেষ ১০ মিনিটের নাটকে সেটা আর হয়নি। দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত সেল্টা ভিগোর বিপক্ষে জিততে পারেনি কাতালানরা। পিছিয়ে পরেও বার্সাকে দারুণভাবে রুখে দিয়ে ২-২ গোলের ড্র নিয়েই উল্লাসে মেতেছে সেল্টা ভিগো।
সেল্টা ভিগোর মাঠে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত দাপট ছিল বার্সারই। প্রথমার্ধের পুরোটা সময়জুড়েই সেল্টার উপরে ছড়ি ঘুরিয়েছেন তারা। ১৫ মিনিটের মাথায় বার্সাকে এগিয়ে দেন এই মৌসুমে অবিশ্বাস্য ফর্মে থাকা রাফিনহা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডস্কি। দুই গোলে এগিয়ে থেকে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বার্সা।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৮২ মিনিটে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসাডো। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সা যেন খেই হারিয়ে ফেলে এর পরেই। ৮৪ মিনিটে গোল করে ব্যবধান কমান আলফোনসো গঞ্জালেস। দুই মিনিট পরেই বার্সাকে স্তব্দ করে ম্যাচে সমতা ফেরান হুগো আলভারেজ।
শেষ পর্যন্ত ২-২ গোলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সাকে। এই ড্রয়ে পরেও ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সা।
সারাবাংলা/এফএম