Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪ ১০:৩০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১২:২৫

স্কট ব্যাসেন্ট

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট।

শুক্রবার (২২ নভেম্বর) এই নেতার নাম ঘোষণা করে ট্রাম্প বলেন, ‘বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে আন্তর্জাতিক মহলে স্কট বেশ সম্মানিত।’

ট্রাম্প আরও বলেন, ‘আমেরিকার ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের একজন সমর্থক স্কট। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।’

কর নীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নেতৃত্ব দিতে ৬২ বছর বয়সী এই ব্যাসেন্টকে বেছে নিয়েছেন ট্রাম্প।

ব্যাসেন্ট আন্তর্জাতিক বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত। তিনি একসময় জর্জ সোরোসের পক্ষে কাজ করেছিলেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পের সমর্থক ছিলেন ব্যাসেন্ট।

এবারের নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের প্রশংসা করে ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, ‘নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানি এবং নিম্ন করের মাধ্যমে নতুন এক সোনালী যুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প।’

এদিকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আগামী প্রশাসনে শ্রমমন্ত্রী পদে লোরি শাভেজ-ডিরেমারের নাম ঘোষণা করেছেন ট্রাম্প।

রিপাবলিকান এই রাজনীতিবীদ অরেগন থেকে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য। ৫৬ বছর বয়সী লোরির প্রতি ট্রেড ইউনিয়নগুলোর সমর্থন রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর