Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়তলী থানায় হামলা-আগুনের ঘটনায় যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ১০:৪১

চট্টগ্রাম ব্যুরো: রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) ভোরে নগরীর সিগন্যাল মোড় থেকে পাহাড়তলী থানা পুলিশ মো. পারভেজ (২৮) নামে ওই যুবককে গ্রেফতার করেছে। পরে তার দেওয়া তথ্যে রাত পৌনে ৯টার দিকে নগরীর হাজী ক্যাম্প এলাকায় একটি ভবনের পাশ থেকে মাটি খুঁড়ে একনলা বন্দুকটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ রাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওইদিন বিকেল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর অন্তত ১১টি থানা আক্রান্ত হয়। আগুন দেওয়া হয় আটটি থানায়। ছয়টি থানা থেকে লুট করে নেওয়া হয় অস্ত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোতোয়ালি, পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট ও ডবলমুরিং থানা।

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর