Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩ থেকে ৪৬তম বিসিএস নিয়ে যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ১৪:৪২

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)

ঢাকা: ৪৩তম বিসিএস থেকে শুরু করে ৪৬তম বিসিএস— এই চারটি পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, সে তথ্য তুলে ধরেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই চারটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ২২৩টি ক্যাডার ও ৫ হাজার ১১৪টি নন-ক্যাডার মিলিয়ে ১৪ হাজার ৩৩৭ জনের নিয়োগের কথা রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, ৪৩তম বিসিএসে প্রার্থী নিয়োগ রয়েছে চূড়ান্ত পর্যায়ে, যেখানে নির্বাচিত প্রার্থীদের আরও এক দফা যাচাই-বাছাই চলছে। ৪৪তম বিসিএসে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। আর ৪৬তম বিসিএসে নতুন করে ঘোষণা করা হবে প্রিলিমিনারি পরীক্ষার ফল।

বিজ্ঞাপন

রোববার (২৪ নভেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান নিজ দফতরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। ব্রিফিংয়ে আলাদা আলাদা করে চারটি বিসিএস পরীক্ষার হালনাগাদ তথ্য তুলে ধরেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান

৪৩তম বিসিএস পরীক্ষায় দুই হাজার ৬৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশিত হয়েছে আগেই। তাদের যোগদানের তারিখ পিছিয়ে ১ জানুয়ারি নির্ধারণ করা রয়েছে। ব্রিফিংয়ে সিনিয়র সচিব বলেন, গেজেট প্রকাশের পর এই নিয়োগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা হলে স্বচ্ছ ভাবমূর্তির (ক্লিন ইমেজ) প্রার্থী নিয়োগের স্বার্থে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের মাধ্যমে অধিকতর যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।

৪৪তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষা চলছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মধ্যে তিন হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েও গিয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে সরকার পতন পরবর্তী পরিস্থিতিতে বাকি মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

সিনিয়র সচিব বলেন, নতুন কমিশন গঠনের পর অধিকতর স্বচ্ছতার স্বার্থে আগের নেওয়া মৌখিক পরীক্ষাগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থরি মধ্যে সবার মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়া হবে।

৪৫তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষাও শেষ হয়েছিল। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। তাদের উত্তরপত্র প্রথম পরীক্ষক মূল্যায়ন করেছিলেন। দ্বিতীয় পরীক্ষকের মাধ্যমে এসব উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষের পথে ছিল।

ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব বলেন, নতুন কমিশন গঠনের পর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল। লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য হিসেবে ১০ হাজার ৬৩৮ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল।

জনপ্রশাসন সচিব বলেন, সম্ভাব্য বৈষম্য দূর করতে নির্বাচিত প্রার্থীদের সমসংখ্যক, অর্থাৎ আরও ১০ হাজার ৬৩৮ জনকে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করা হবে। সে হিসাবে মোট ২১ হাজার ২৭৬ জন এই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ব্রিফিংয়ে সিনিয়র সচিব আরও জানান, তিন হাজার ৪৮৭টি ক্যাডার ও ৩২৫টি নন-ক্যাডার মিলিয়ে মোট তিন হাজার ৮১২টি পদের বিপরীতে ৪৭তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সারাবাংলা/জেআর/টিআর

জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর