মিথ্য মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ১৬:৪২
২৪ নভেম্বর ২০২৪ ১৬:৪২
ঢাকা: ভুয়া ও মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলা হচ্ছে প্রচুর, সেটা অস্বীকার করব না। ভুয়া ও মিথ্যা মামলা যাতে না হয় সেজন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। যারা এসব মামলা করতেছে, তাদের বিষয়েও আমরা পদক্ষেপ নেব।
তিনি অরও বলেন, যাদের বিরুদ্ধে ভুয়া ও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, তারা যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সেজন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। দেশের জেলাগুলোতে এ রকম কমিটি গঠন করা হবে। সেখানে এসপি, ডিসি ও একজন লিগ্যাল অফিসার থাকবেন। তারা এ বিষয়ে যাচাই বাছাই করে সুপারিশ করবেন।
সারাবাংলা/জেআর/ইআ/আরএস