Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৬ হাজার কোটি টাকার ৬ প্রকল্প উঠছে একনেকে

স্টাফ করেসন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ১৬:৪৬

ঢাকা: সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উঠছে সোমবার (২৫ নভেম্বর)।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করবেন।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সোমবার অনুষ্ঠেয় একনেক বৈঠকে অনুমোদনের জন্য তালিকাভুক্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পূর্বাঞ্চলীয় গ্রিড টেওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন প্রকল্প; ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভারসিটিস ইন বাংলাদেশ টু প্রমোট ইউথ ইন্টারপার্টনারশিপ প্রকল্প; রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রকল্প; মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প; চট্টগ্রাম পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প এবং ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট।

সূত্র জানায়, এর বাইরে শুধুমাত্র মেয়াদ বাড়ানোর জন্য আরও দুটি প্রকল্প উপস্থাপন করা হতে পারে।
প্রকল্প দুটি হচ্ছে- স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ফায়ারিং রেঞ্জের আধুনিকায়ন (প্রথম সংশোধিত) প্রকল্প এবং র‌্যাব ফের্সেস সদর দফতর নির্মাণ প্রকল্প।

সারাবাংলা/জেজে/আরএস

একনেক পরিকল্পনা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর