বিএনপির মহাসচিবের সঙ্গে তুরষ্কের রাষ্ট্রদূতের বৈঠক
২৪ নভেম্বর ২০২৪ ২১:০৪
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত রামিস সেন।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গা সমস্যাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার দুই সপ্তাহের মধ্যে ঢাকায় এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান। তার আগে কোনো বিদেশি আসেন নাই। সেজন্য রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে দেশটির আলাদা একটা প্রতিশ্রুতি আছে। তারা কক্সবাজারে হাসপাতালসহ আরও কিছু ক্ষেত্রে কাজ করছে। সমস্যা সমাধানে আমরা সবাই আন্তর্জাতিকভাবে কাজ করব।’
সারাবাংলা/এজেড/এসআর