Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের মহাসমাবেশ শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ২১:৩১ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০০:৩৮

ঢাকা: আগামী ২৯ নভেম্বর ছয় দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে পেশাজীবী ও ছাত্র মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে মেডিকেল টেকনোলজিষ্টদের অন্যতম সংগঠন বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ।

রোববার (২৪ নভেম্বর) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আব্দুস সামাদ ও মহাসচিব মো. রিপন শিকদার এ কর্মসূচি ঘোষণা করেন।

এসময় তারা জানান, গত ৯ অক্টোবর ২০২৪ তারিখ থেকে পেশার উন্নয়নে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে ৬ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। ৭ দিনের আল্টমেটাম শেষ হলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোন উদ্যোগ না থাকায় ছাত্র ছাত্রীদের কর্মসূচি পুনরায় শুরু হয়। গত ১৯ অক্টোবর ২০২৪ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে ছাত্র সংগ্রাম পরিষদ। রাজপথে মিছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য সেবা অধিদফতর ও প্রেস ক্লাবে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেয়া ও সভা অনুষ্ঠিত হয়।

তারা আরও জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বরাবর পেশাজীবিদের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেয়া হয়েছিল। উপদেষ্টার পক্ষ থেকে ছাত্র ও পেশাজীবি নেতৃবৃন্দকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু কোন প্রকার অগ্রগতি পরিলক্ষিত হয়নি। এর পরিপ্রেক্ষিতে সারা দেশের পেশাজীবিগণ ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশ করে কর্মসূচি দেয়। গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে একযোগে ১ ঘন্টার মানবন্ধন কর্মসূচি পালন করে।

৬ দফা দাবি

বিজ্ঞাপন

১. মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দক্ষতা উন্নয়ন, মান নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটি স্বতন্ত্র ‘মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি পরিদফতর’ গঠন করতে হবে।

২. দেশের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে (আইএইচটি) মেডিকেল টেকনোলজি কলেজে রূপান্তর করে, ঢাকার আইএইচটিকে কেন্দ্র করে একটি স্বতন্ত্র মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষ বিষয়ভিত্তিক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রভাষক হতে অধ্যাপক পর্যন্ত বিভিন্ন পদে পদায়ন করতে হবে।

৩. মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ) বাস্তবায়ন করে ৫০ হাজার নতুন পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ দিতে হবে।

৪. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃষ্টি করে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে।

৬. বিএসসি ও এমএসসি কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা এবং স্কলারশিপ প্রদানসহ সব অনুষদের বিএসসি কোর্স চালু করে শিক্ষা ব্যবস্থায় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সারাবাংলা/এসবি/এসআর

ফার্মাসিস্ট পরিষদ মহাসমাবেশের ঘোষণা মেডিকেল টেকনোলজিষ্ট শহীদ মিনারে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর