Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৩ টাকায় ধান, ৪৭ টাকা কেজি দরে চাল কিনবে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ২২:৫২

খুলনা: ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে খাদ্য অধিদফতরের মাধ্যমে খুলনা বিভাগে ৫১ হাজার ৯৭৩ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৭৪ হাজার ৩৩৫ মেট্রিকটন সেদ্ধ চাল ও ৫ হাজার ৯২৫ মেট্রিকটন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকছে। ৩৩ টাকায় ধান, ৪৭ টাকা কেজি দরে চাল কিনবে সরকার। এছাড়াও আতপচাল ৪৬ টাকা দরে সংগ্রহ করা হবে।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে তার অফিসকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় এসকল তথ্য জানানো হয়। সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, ধান এবং সিদ্ধচাল সংগ্রহের সময়সীমা চলতি বছর ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আতপচাল সংগ্রহের সময়সীমা ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। সংগ্রহ মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান এবং বৈধ ও সচল চালকল মালিকদের নিকট থেকে চাল সংগ্রহ করা হবে।

সারাবাংলা/এসআর

কিনবে সরকার খাদ্য অধিদফতর খুলনা চাল ধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর