Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল মেগা নিলামের ১ম দিন: সবচেয়ে দামি প্যান্ট, বাকিরা কে কত?

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ০০:৫৭

শেষ হলো আইপিএলের আগামী আসরের দুই দিনব্যাপী মেগা নিলামের প্রথম দিন। ভারতের বিধ্বংসী দুই ব্যাটার রিশভ প্যান্ট আর শ্রেয়াস আইয়ার এ দিন নতুন রেকর্ড গড়েছেন অর্থমূল্যে। ভেংকেটশ আইয়ারও বড় দামে বিক্রি হয়ে আলো কেড়েছেন। সেই সঙ্গে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের পেস ব্যাটারিতে নতুন সংযোজন আর্শদীপ সিং।

সৌদি আরবের জেদ্দায় রোববার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত প্রথম দিনের নিলামে ৮৪ ক্রিকেটারের দাম ওঠে। সেখান থেকে দল পেয়েছেন ৭২ জন, যার মধ্যে ঠিক ঠিক এক-তৃতীয়াংশ বা ২৪ জন বিদেশি ক্রিকেটার। দুই বিদেশি ডেভিড ওয়ার্নার-জনি বেয়ারস্টোসহ ১২ জন দল পাননি। সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে দ্বিতীয় দিনের মেগা নিলাম।

বিজ্ঞাপন

৭২ ক্রিকেটারে কিনতে প্রথম দিন ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মিলিত খরচ ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। এ দিন আরটিএম কার্ড ব্যবহার করা হয়েছে চারবার। চূড়ান্ত তালিকায় থাকা মোট ৫৭৪ জন থেকে ১২ বাংলাদেশিসহ বাকি ৪৯০ ক্রিকেটারকে নিলামে তোলা হবে দ্বিতীয় দিন সোমবার। দুই দিন মিলিয়ে নিলাম থেকে দল পাবেন সর্বোচ্চ ২০৪ জন।

রোববার প্রথম দিনের নিলামে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে টেনে নেয় পাঞ্জাব কিংস। তবে সে রেকর্ড স্থায়ী হয় মাত্র ২০ মিনিট। এই সময়ের ব্যবধানে সব রেকর্ড ভেঙে দিয়ে রিশভ প্যান্টকে ২৭ কোটি রুপিতে কিনে নেয় লখনৌ সুপার জায়ান্টস। এ ছাড়া ভেংকটেশ আইয়ারের দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ, ফিরেছেন পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে।

নিলামের শুরুর দিকে আলোটা গিয়ে পড়ে আশীদীপ সিংয়ের ওপর। বাড়তে বাড়তে ১৮ কোটি রুপি দাম ওঠে তার। পাঞ্জাব কিংসই ধরে রেখেছে তাকে। একই দামে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকেও নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

১৫ কোটি ৭৫ লাখ রুপিতে রাজস্থান রয়্যালসের সাবেক ব্যাটার জস বাটলার এবার পাড়ি জমাচ্ছেন গুজরাট টাইটান্সে। দিল্লি ক্যাপিটালস নিচ্ছে লোকেশ রাহুলকে। তার জন্য খরচ করতে হচ্ছে ১৪ কোটি রুপি।

শেষ মুহূর্তে নিলামে নাম দিয়েও দল পেয়েছেন জফরা আর্চার। ডানহাতি এই পেসার ফিরেছেন রাজস্থান রয়্যালসে, দাম উঠেছে ১২ কোটি ৫০ লাখ রুপি। মুম্বাই ইন্ডিয়ানসের ট্রেন্ট বোল্টের দামও একই। আবার একই দাম উঠেছে জশ হ্যাজেলউডেরও। তিনি যাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

মজার ব্যাপার হচ্ছে, প্রথম দিন সবচেয়ে বেশি দামে যে ১০ ক্রিকেটার বিক্রি হয়েছে তার মধ্যে সমান পাঁচজন পাঁচজন করে রয়েছেন ব্যাটার আর বোলার। অন্যদিকে বোলারদের মধ্যে চারজনই পেসার, স্পিনার মাত্র একজন।

নিলামের প্রথম দিন সবচেয়ে বেশি ১০ জন ক্রিকেটার কিনেছে পাঞ্জাব কিংস। ৯ জন করে ক্রিকেটার দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। আট ক্রিকেটারের ঠিকানা হয়েছে সানরাইজার্স হায়দরাবাদে। সাত জন করে ক্রিকেটার নিয়েছে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছয় জন, রাজস্থান রয়্যালস পাঁচ জন ও সবচেয়ে কম চার জন কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মেগা নিলামের প্রথম দিন সবচেয়ে দামি ১০ ক্রিকেটার

রিশভ প্যান্ট: লখনৌ সুপার জায়ান্টস, ২৭ কোটি রুপি

শ্রেয়াস আইয়ার: পাঞ্জাব কিংস, ২৬ কোটি ৭৫ লাখ রুপি

ভেংকটেশ আইয়ার: কলকাতা নাইট রাইডার্স, ২৩ কোটি ৭৫ লাখ রুপি

আর্শদীপ সিং: পাঞ্জাব কিংস, ১৮ কোটি রুপি

যুজবেন্দ্র চাহাল: পাঞ্জাব কিংস, ১৮ কোটি রুপি

জস বাটলার: গুজরাট টাইটান্স, ১৫ কোটি ৭৫ লাখ রুপি

লোকেশ রাহুল: দিল্লি ক্যাপিটালস, ১৪ কোটি রুপি

ট্রেন্ট বোল্ট: মুম্বাই ইন্ডিয়ান্স, ১২ কোটি ৫০ লাখ রুপি

জোফরা আর্চার: রাজস্থান রয়্যালস, ১২ কোটি ৫০ লাখ রুপি

জশ হ্যাজলউড: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১২ কোটি ৫০ লাখ রুপি

সারাবাংলা/জেটি

আইপিএল আইপিএল নিলাম আর্শদীপ সিং রিশভ প্যান্ট শ্রেয়াস আইয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর