আরও ১৩ সাংবাদিকসহ ১৫ জনের ব্যাংক হিসাব তলব
২৫ নভেম্বর ২০২৪ ০১:৫৮
ঢাকা: আরও ১৩ সাংবাদিকসহ ১৫ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) বিএফআইইউ সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে আরেক চিঠিতে ১০ সাংবাদিকসহ ১২ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। এ নিয়ে দুটি ভিন্ন ভিন্ন চিঠিতে দেশের ২৬ সাংবাদিকসহ ২৯ জনের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ।
নতুন করে যাদের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন— ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা ট্রিবিউন ও নিউইয়র্ক টাইমস বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলি মানিক, সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন, দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি, দ্য ডেইলি অবজারবারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডিবিসি নিউজের সাবেক পরিচালক মো. শহীদুল আহসান চেয়ারম্যান, ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক রাহনুমা আহসান।
এই তালিকায় আরও রয়েছেন— এটিএন নিউজের বার্তা প্রধান নুরুল আমিন (প্রভাষ), ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক মাহবুবা হেলেন, ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক শাহ মোহাম্মদ শফিকুল আহছান, ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক মো. সালাউদ্দিন চৌধুরী, একাত্তর টিভির কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের ও ইকবাল সোবহান চৌধুরীর মেয়ে সাবরিনা মাহজাবীন।
সারাবাংলা/জিএস/টিআর