Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূরপাল্লার বাস বন্ধ, বেনাপোলে ২ দেশের পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

শেখ নাছির উদ্দীন, লোকাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ০৮:০৯

বেনাপোল বন্দরে শনিবার ও রোববার সব দূরপাল্লার বাসের কাউন্টার ছিল বন্ধ। ছবি: সারাবাংলা

বেনাপোল (যশোর): ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানির পাশাপাশি দুই দেশের পাসপোর্ট যাত্রীর ভিড়ে সবসমময় সরগরম বেনাপোল স্থলবন্দর। যানবাহন আর যাত্রীদের ভিড়ে যানজটও নিয়মিত চিত্র। যানজটের কবলে পড়ে স্থানীয় অধিবাসীসহ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারী দুই দেশের নাগরিকদের সময় নষ্ট হওয়াটাও পরিণত হয়েছিল স্বাভাবিকতায়।

সেই যানজট থেকে রক্ষা পেতে প্রশাসনের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, বেনাপোল বাজার নয়, বাস ছাড়বে ৪ কিলোমিটার দূরের পৌর বাস টার্মিনাল থেকে। তবে যাত্রীবাহী বাস মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত সময়ের মধ্যে পৌঁছালে বেনাপোল চেকপোস্টে যাত্রী নামিয়ে তারপর যাবে টার্মিনালে।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরুর পর মধ্যরাতে যাত্রীদের চেকপোস্টে যেতে না দিয়ে টার্মিনালে নামতে বাধ্য করার ঘটনা ঘটেছে। আর সে অভিযোগে বেনাপোল বাস মালিক সমিতি ও পরিবহণ সেবাগুলো বাসই বন্ধ করে দিয়েছে। দুই দিন ধরে দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিশেষ করে বন্দর দিয়ে ভারত থেকে আসা যাত্রীরা পড়েছেন বিপাকে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

এ অবস্থায় রোববার (২৪ নভেম্বর) দুপুরে প্রশাসনের সঙ্গে মালিক সমিতিসহ সংশ্লিষ্টদের বৈঠক হয়েছে বিষয়টি নিয়ে। তবে বৈঠক থেকে কোনো সমাধান আসেনি। ফলে বেনাপোল থেকে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটের বাসই বন্ধ রয়েছে।

পাসপোর্ট যাত্রীরা বলছেন, সীমান্ত পেরোলেই ভারতের পেট্রাপোল। সেখানে যাত্রীদের সুবিধার্থে ইমিগ্রেশনের সঙ্গেই নির্মাণ করা হয়েছে যাত্রী টার্মিনাল। কিন্তু বেনাপোলে বন্দরসংলগ্ন টার্মিনাল বন্ধ করে দিয়ে ৪ কিলোমিটার দূরের টার্মিনালে পাঠানো হচ্ছে যাত্রীদের। এই চার কিলোমিটার দূরত্ব তাদের কাছে বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। এখন দূরপাল্লার বাস বন্ধ থাকায় রীতিমতো বিপদে পড়েছেন তারা।

বিজ্ঞাপন

পরিবহণ খাত সংশ্লষ্টরা জানান, এক সপ্তাহ আগে যশোরের জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় নাগরিক সমাজ ও পরিবহণ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, বেনাপোল চেকপোস্ট ও বেনাপোল বাজার থেকে যে সব পরিবহণ বাস বা লোকাল বাস ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, সেগুলোকে বেনাপোল বাজার থেকে ৪ কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল থেকে ছাড়তে হবে। ঢাকা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলোর যাত্রী ভোরে বেনাপোল চেকপোস্টে নামিয়ে দিয়ে সে বাসগুলি আবার টার্মিনালে চলে যাবে।

বেনাপোল পরিবহণ সমিতির সভাপতি বাবলুর রহমান বাবু বলেন, যানজটের কথা বলে পরিবহণের সব বাস চেকপোস্টের টার্মিনাল থেকে সরিয়ে ৪ কিলোমিটার দূরে কাগজপুকুর টার্মিনাল নিয়ে যায়। গাড়ি সেখান থেকেই ছাড়ার নির্দেশনা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলো যাত্রী বেনাপোল চেকপোস্টে নামিয়ে দিয়ে পৌর বাস টার্মিনালে যাচ্ছিল। দিনের ট্রিপ না থাকা বাসগুলো আমরা বেনাপোল চেকপোস্ট ও বেনাপোল বাজার থেকে রাত ৮টা ও সকাল ৮টার মধ্যে ছাড়ছিলাম। আর সারা দিন টার্মিনাল থেকেই গাড়ি ছাড়া হচ্ছিল।

শুক্রবার রাতের ঘটনার কথা তুলে ধরে এই পরিবহণ নেতা বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের রাত ৩টার সময় জোর করে টার্মিনালে নামিয়ে দেয়। স্বাভাবিকভাবেই যাত্রীরা ওই সময় নিরাপত্তাহীনতা ভুগেছেন। হয়রানির শিকার হয়েছেন। পরে পৌসভার লোকজন লোকাল বসে করে তাদের চেকপোষ্টে পাঠিয়ে দেয়।

এ ঘটনার প্রতিবাদে দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে জানিয়ে বাবলুর রহমান বাবু বলেন, লোকাল গাড়ি চেকপোস্টে যেতে পারলে আমাদের গাড়িগুলো কেন যাবে না? আমাদের সঙ্গে এই ধরনের বৈষম্যমূলক আচরণ কেন করছে প্রশাসন? এ ধরনের আচরণের প্রতিবাদেই পরিবহণ মালিক সমিতি বেনাপোল রুটে দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে।

বেনাপোল পৌর প্রশাসক ও শার্শার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান অবশ্য ওই ঘটনায় কারও কোনো দায় দেখছেন না। তিনি বলেন, ‘আমরা তো চেকপোস্টের বাস টার্মিনাল বন্ধ করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্দর কর্তৃপক্ষ টার্মিনালের গেট বন্ধ রেখেছিল। ফলে শুক্রবার গভীর রাতে হলেও পৌর বাস টার্মিনালে যাত্রী নামিয়ে দিয়েছিল।’

মধ্যরাত বা ভোরে কাউকে বাধা দেওয়া হচ্ছে না জানিয়ে ইউএনও বলেন, ‘শনিবার ভোরের দিকেও চেকপোস্টে যাত্রী নিয়ে গাড়ি গেছে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস চেকপোস্টে গেলে প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না।’

দায় যারই হোক, চলমান অবস্থায় ভারত থেকে আসা হাজার হাজার যাত্রী পড়েছেন বিপাকে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের অন্যান্য প্রান্তে যারা যাবেন, তারা আটকে পড়েছেন বন্দরে। বাধ্য হয়ে মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ির মতো যানবাহনে চড়তে হচ্ছে তাদের। এতে খরচ বেড়ে যাচ্ছে। অনেকে আবার ইজিবাইকসহ অন্যান্য বাহন ব্যবহার করে চলে যাচ্ছেন ১২ কিলোমিটার দূরে নাভারনের সাতক্ষীরা মোড়ে। কেউ কেউ চলে যাচ্ছেন সরাসরি যশোর সদরে। সেসব জায়গা থেকে কাঙ্ক্ষিত গন্তব্যের বাস ধরছেন।

যাত্রীরা বলছেন, এ রকম বিকল্প পথে যাতায়াতে ভোগান্তি অনেক বেশি। বিশেষ করে যারা অসুস্থ, তাদের জন্য এই দুর্ভোগ যেন আরও কয়েক গুণ। এর সঙ্গে খরচ আর সময় তো বেশি লাগছেই। অবিলম্বে তারা এ অবস্থার অবসান চাইছেন।

ঢাকার যাত্রী আব্দুল আহাদ বলেন, ‘বন্দর থেকে বের হয়ে এসে শুনি এখান থেকে নাকি বাস চলছে না। ট্রেনের খোঁজ করার চেষ্টা করলাম। টিকিট নেই। এখন একটি জেএসএ গাড়িতে করে নাভারন মোড়ের দিকে যাচ্ছি। শুনলাম, ওখান থেকে বাস আছে।’

বন্দরের টার্মিনাল রেখে পৌর টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়ার সমালোচনা করলেন যাত্রীরাও। ইদ্রিস আলী নামে এক যাত্রী সীমান্তের ঠিক ওপারেই পেট্রাপোল বন্দরের উদাহরণই তুলে ধরলেন। তিনি বলেন, যাত্রীদের জন্য কীভাবে কী সুবিধা যোগ করা যায়, ওরা (ভারত) সেটা চিন্তা করে। পেট্রাপোল বন্দরের সঙ্গে লাগোয়া টার্মিনাল। আর আমরা এখান থেকে টার্মিনাল দূরে সরিয়ে দিচ্ছি!

এ অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে প্রশাসনের সঙ্গে মালিক সমিতি ও পরিবহণ খাতের সংশ্লিষ্টরা বৈঠকে বসেছিলেন। তবে বৈঠক থেকে সমস্যার সুরাহা আসেনি।

বেনাপোলে শ্যামলী পরিবহণের কাউন্টার ম্যানেজার বলেন, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমাদেরকে ডাকা হয়েছিল। জেলা প্রশাসক বলেছেন, যেহেতু নৌ পরিবহণ উপদেষ্টা বিষয়টি জানেন, ফলে তিনি এ বিষয়ে কিছু করতে পারবেন না।

একই কথা বললেন বেনাপোল পরিবহণ ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানও। তিনি বলেন, ‘বৈঠকে জেলা প্রশাসক বলেছেন যে নৌ পরিবহণ উপদেষ্টার নির্দেশে এটা করা হয়েছে। তার নির্দেশ ছাড়া কিছু করা সম্ভব না। পৌর টার্মিনালেই যাত্রী ওঠানামা করতে হবে। আমাদের দাবি মানা হয়নি। তাই পরিবহণ মালিকরা বলে দিয়েছেন, তারা তাদের গাড়ি এই রুটে চালাবেন না। সোমবার থেকে সাতক্ষীরা রুটও বন্ধ করে রাখবেন।’

গোটা ঘটনায় বাস মালিকদের সমালোচনা করে স্থানীয় পৌর প্রশাসক ও ইউএনও কাজী নাজিব হাসান বলেন, ‘সমস্যা হলে তো তার সমাধানও আছে। বাস মালিক প্রতিনিধিরা আমার সঙ্গে আলোচনা করতে পারতেন। কিন্তু কারও সঙ্গে কোনো আলোচনা না করেই বাস বন্ধ করে দিয়েছেন। একটা অস্থিরতা তৈরি করার জন্য এসব করেছেন তারা।’

এখন বিষয়টির সমাধান পেতে হলে নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পর্যন্ত হস্তক্ষেপ লাগতে পারে বলে মনে করছেন ইউএনও কাজী নাজিব হাসান। তিনি বলেন, ‘নৌ পরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে এটা করা হয়েছে। তার নির্দেশনা ছাড়া আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়।’

সারাবাংলা/টিআর

দূরপাল্লার বাস বাস বন্ধ বাস-টার্মিনাল বেনাপোল যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর