Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ১০:০০

ইসরাইলি ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ ইসরাইলের একটি নৌঘাঁটিতে প্রথমবারের মতো হামলা করেছে লেবাননের শক্তিশালী এই গোষ্ঠীটি। এতে আহত হয়েছেন প্রায় ১১ জন।

সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর ইসরেলের উদ্দেশে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়েছে। লেবানন থেকে প্রায় ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

পরে ইসরাইলি সেনাবাহিনীর রেডিও জানায়, লেবানন থেকে মোট ৩৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছেন বলে চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে।

এদিকে, মধ্য বৈরুতে ইসরাইলের হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার একদিন পর হিজবুল্লাহর এই হামলার ঘটনা ঘটল। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ে মতে, এই হামলায় অন্তত ৬৬ জন আহত হয়েছেন।

লেবাননের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে একটি পোস্টে ইসরাইলি হামলায় একজন লেবানিজ সেনা নিহত হয়েছেন।

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘আল-আমরিয়াহে লেবাননের একটি সেনা কেন্দ্রকে লক্ষ্য করে ইসরাইলি হামলার ফলে একজন সৈন্য শহীদ হয়েছেন এবং অন্য আরও ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।’

হিজবুল্লাহ জানায়, দক্ষিণ ইসরাইলের আশদোদ নৌ ঘাঁটিতে এটি তাদের করা প্রথম হামলা।
এতে উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর