৭ রানে অলআউট হয়ে আইভরি কোস্টের লজ্জার রেকর্ড
২৫ নভেম্বর ২০২৪ ১০:১৭
দুই বছর আগে আইসিসির সহযোগী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন তারা। আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই নবাগত আইভরি কোস্ট এবার গড়ল লজ্জার এক রেকর্ড। আগামী টি-২০ বিশ্বকাপের আফ্রিকান বাছাইপর্বের ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে গুটিয়ে গিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ল আইভরি কোস্ট।
২০২২ সালে আইসিসির স্বীকৃতি পেলেও এবারের আফ্রিকান উপ আঞ্চলিক বাছাইপর্বের মধ্য দিয়েই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল আইভরি কোস্ট। তাদের এই যাত্রার শুরুটাও ভালো ছিল না। নিজেদের প্রথম ম্যাচে সিয়েরা লিওনের বিপক্ষে মাত্র ২১ রানেই অলআউট হয়েছিল তারা।
নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে তাদের আরও করুণ দশাই হয়েছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে সেলিম সালাউয়ের দুর্দান্ত এক সেঞ্চুরিতে নাইজেরিয়া তোলে ২৭০ রান। বিশাল টার্গেট তাড়া করতে নেমে দাঁড়াতেই পারেনি আইভরি কোস্টের ব্যাটিং লাইনআপ। দলের ১১ ক্রিকেটার মিলেও পেরোতে পারেনি দুই অংকের স্কোর!
দলীয় সর্বোচ্চ ৪ রান করেছেন ওপেনার ওতারা মোহামেদ। দুই অংক ছুঁয়েছেন একাদশের মাত্র ৪ জন। ৭ ওভার ৩ বলের মাঝে মাত্র ৭ রানেই গুটিয়ে যায় আইভরি কোস্ট। নাইজেরিয়া ম্যাচ জেতে ২৬৪ রানের বিশাল ব্যবধানে। আন্তর্জাতিক টি-২০তে এটি তৃতীয় সর্বোচ্চ বড় ব্যবধানের জয়।
৭ রানে অলআউট হয়ে নতুন রেকর্ড গড়েছে আইভরি কোস্ট। আন্তর্জাতিক টি-২০তে এটিই সর্বনিম্ন স্কোর। এর আগে স্পেনের বিপক্ষে আইল অফ মানের করা ১০ রানের স্কোর ছিল সর্বনিম্ন। সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়াও ১০ রানে গুটিয়ে গিয়ে সেই রেকর্ডের ভাগীদার ছিল।
সারাবাংলা/এফএম