Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১০:১৩

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তার তারিখ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করবেন। নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার বক্তব্য তাদের ব্যক্তিগত বলেও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

লন্ডনে একজন উপদেষ্টা বলেছেন, ‘২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে’।

উল্লিখিত নির্বাচনের সময়সীমা সম্পর্কে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দফতর থেকে নির্বাচনের সময় তারিখ হয়নি। নির্বাচনের প্রকৃত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। বাকি যারা বলেছেন, তারা হয়তো নিজেদের মতামত দিয়েছেন, তবে সেটা কংক্রিট না।’

ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকারের আপিলের সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘আমরা আশা করি এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে ইতিবাচক সিদ্ধান্ত পাব।’

এদিকে,ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ হওয়া ঘিরে চলা ঘটনাকে সমন্বয়হীনতা বলে মনে করেন কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি এখন আদালতে আছে। সরকার আইনি প্রক্রিয়ায় সমাধান চায়।’

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

নির্বাচন প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর