এবার স্মার্ট টেকনোলজি বাজারে আনলো গুগল টিভি
২৫ নভেম্বর ২০২৪ ১০:২৭
ঢাকা: বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নিজেদের ব্র্যান্ডের গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। গত ২১ নভেম্বর টেলিভিশন দিবস উপলক্ষে শ্যামলীতে অবস্থিত সনি-স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে স্যাফরনে কেক কেটে নতুন এই গুগল টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
রোববার (২৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মো. তানভীর হোসেন নতুন এই গুগল টিভি উন্মোচন করেন। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ওভারসিজ বিজনেস হেড মিস নুরুল আইন ওমর, সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান।
নতুন এই স্মার্ট-গুগল টিভি উন্মোচন উপলক্ষে উপহারের পাশাপাশি আকর্ষনীয় মূল্যসহ নতুন অফার ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি স্মার্ট-গুগল টিভির সাথে একটি স্মার্ট পাওয়ার ব্যাংক উপহার পাবেন ক্রেতারা। এছাড়াও প্রতিটি টিভিতে থাকছে লঞ্চিং স্পেশাল প্রাইজ এবং প্রতিটি স্মার্ট-গুগল টিভি ক্রেতারা বিনা সুদে ছয় মাসের ইএমআইতে চারটি ভিন্ন কনফিগারেশনের ১৬ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট ফ্লেয়ারেজ ল্যাপটপ ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন।
সারাবাংলা/ইএইচটি/ইআ