Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১১:২৩

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় ফজলুল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাবেক আইজিপি মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগেও পুলিশের সাবেক মহাপরিদর্শক মামুনকে রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে চলাকালে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম। বিকেল সাড়ে ৪টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরও অনেকে। রাত ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার ফজলুলকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় গত ২১ আগস্ট নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৬ নম্বর আসামি করা হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর সাবেক আইজিপি মামুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর