Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ জুন পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি 


১২ জুন ২০১৮ ১৫:৩৯

ফাইল ছবি

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ঈদ উপলক্ষে সংসদে চলমান বাজেট অধিবেশন আগামী ১৩ থেকে ১৮ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। ৬ কর্মদিবস চলার পর মঙ্গলবার (১২ জুন) অধিবেশনের মুলতবি ঘোষণা করা হয়েছে।

 মঙ্গলবার (১২ জুন) সকাল সোয়া ১১ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে একটি কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। এরপর প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে দুপুর ২টা পর্যন্ত। প্রথম দিনে প্রায় ১০ জন সংসদ সদস্য বাজেটের ওপর আলোচনায় অংশ নেন।

বাজেট আলোচনা শেষে দুপুর ২টার দিকে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া চলতি বাজেট অধিবেশন আগামী ১৮ জুন বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

সারাবাংলা/এনআর/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর