Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে ব্যাটারিচালিত রিকশা চালকদের প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৩:১৯

ঢাকা: রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের দুটি সংগঠনের ১৫ সদস্যর প্রতিনিধি দলের সঙ্গে মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বৈঠক শুরু হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে অতিরিক্ত কমিশনাররা উপস্থিত আছেন। এছাড়া ১৫ সদস্যের দলে দুটি সংগঠনের নেতারা রয়েছেন। বৈঠকে কি হলো সে বিষয়ে ব্যাটারিচালিত সংগঠনের নেতারা জানাবেন।

এর আগে, রোববার (২৪ নভেম্বর) ব্যাটারিচালিত অটোরিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে অটোরিকশা চালকরা। পরে তারা কর্মসূচি স্থগিত করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন।

এদিকে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে, ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন দেন। একইসঙ্গে ব্যাটারিচালিত এসব রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

ডিএমপি কমিশনার ব্যাটারিচালিত রিকশা চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর