ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে ২১ জন দালাল আটক করা হয়েছে। আটকদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ঢাকা উইংয়ের গোপন তথ্যমতে ঢাকা জেলা নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
আফরিন জাহান বলেন, ‘এ পর্যন্ত নারী পুরুষসহ ৪০ জন কে ধরা হয়েছে। যাদের মধ্যে ২১ জন সরাসরি দালালীতে জড়িত। তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। জড়িতরা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন। এই অভিযান অব্যাহত থাকবে।’
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ