বিদেশ বিভুঁই। ছবিনামা-২
২৫ নভেম্বর ২০২৪ ২০:০১
‘এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া’— ক্ষণজন্মা রোমান্টিক কবি আবুল হাসান হয়তো ভেতর-বাহিরে ভ্রমণ করে প্রিয়তমার কাছে ফিরতে চেয়েছিলেন। অনেকেই এভাবে ফেরে। কিন্তু জন্মগতভাবেই প্রত্যেক মানুষকে পরিবেশ ও প্রকৃতির কাছে ফিরতে হয়। তবে প্রকৃতির কাছে ফেরার ধরনটা একেকজনের কাছে একেক রকম। কেউ সময় পেলে নদীর কাছে ফিরতে চায়, কেউ পাহাড়ের কাছে, কেউ গোধূলিবেলায় সূর্যাস্তের সৌন্দর্য খুঁজতে বের হয়। আবার কেউ সকালের শিশির বিন্দুতে খোঁজে জীবনের রং। ইতিহাস-ঐতিহ্যের খোঁজেও মানুষ বেরিয়ে পড়ে এক দেশ থেকে আরেক দেশে। তেমনই দেশ ভ্রমণের অভিজ্ঞতা ও অনুভব ছবির ভাষায় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নাশরা সিদ্দিক।
সারাবাংলা/পিটিএম
ছবিনামা-২ টপ নিউজ নাশরা সিদ্দিক পরবাস ফটোগ্রাফি বিদেশ বিভুঁই