‘লক্ষ্মণ সেনের পর শেখ হাসিনা দ্বিতীয় উদাহরণ সৃষ্টি করেছেন’
২৫ নভেম্বর ২০২৪ ১৫:০৪
ঢাকা: বাংলার শেষ স্বাধীন রাজা লক্ষ্মণ সেনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দ্বিতীয় উদাহরণ সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের টেনিস কোর্টে আয়োজিত ডিইউজের সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ”রাষ্ট্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলে দিয়ে শেখ হাসিনার সরকার রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দুর্বল ও দলীয়করণ করে ফেলেছিল। যার ফলে সাংবাদিকরা সত্য কথাটা বলতে পারেনি। ৫ আগস্ট শেখ হাসিনার লজ্জাজনক বিদায়ের পর গণমাধ্যম তার ঐতিহ্য ফিরে পেয়েছে। আর বাংলার সবশেষ স্বাধীন রাজা লক্ষ্মণ সেনের পর পালিয়ে যাওয়ার দ্বিতীয় উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।”
সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সভা প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সারাবাংলা/এজেড/ইআ