একনেকে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ৫ প্রকল্প অনুমোদন
২৫ নভেম্বর ২০২৪ ১৪:৫১
ঢাকা : প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ৫ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প বাস্তবায়কারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ৩২ কোটি ৫৫ লাখ টাকা অর্থায়ন করা হবে।
সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এক ব্রিফিং-এ অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, পূর্বাঞ্চলীয় গ্রিড টেওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন প্রকল্প; ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভারসিটিস ইন বাংলাদেশ টু প্রমোট ইউথ ইন্টারপার্টনারশিপ প্রকল্প; মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প; চট্টগ্রাম পয়:নিস্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ও ইমার্জেন্সী মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেনপন্স প্রজেক্ট।
এছাড়া বৈঠকে শুধু মেয়াদ বাড়ানোর জন্য দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো- স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ফায়ারিং রেঞ্জের আধুনিকায়ন (প্রথম সংশোধিত) প্রকল্প এবং র্যাব ফের্সেস সদর দপ্তর নির্মাণ প্রকল্প।
সারাবাংলা/জেজে/আরএস