Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুঁড়াদুধ আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের দাবি


১২ জুন ২০১৮ ১৫:৫২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: গুঁড়াদুধ আমদানিতে ২৫ শতাংশ শুল্ক ও ৩০ শতাংশ এন্টিডাম্পিং ডিউটি আরোপের দাবি করেছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ)।
মঙ্গলবার ( ১২ জুন) জাতীয় প্রেসক্লাবে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এ দাবি করা হয়।

বাজেট প্রতিক্রিয়ায় দুগ্ধ খামারিদের সংগঠনটির পক্ষে বলা হয়, ফিল্ড মিল্ক পাউডার (এফ.এম.পি) বা গুঁড়োদুধের আমদানিতে শুল্ক কমানোর মধ্য দিয়ে দেশীয় দুগ্ধ উৎপাদনকারি খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তাই বিদ্যমান শুল্ক বহাল রাখার পাশাপাশি অতিরিক্ত ৩০ শতাংশ এন্টিডাম্পিং ডিউটি আরোপের দাবি তাদের।

বিডিএফএ সভাপতি মোঃ ইমরান হোসেন বলেন, দুধ উৎপাদনে সাধারন খামারিরা যখন পারদর্শীতা দেখাতে শুরু করেছেন, আমদানি নির্ভরতা যখন কমে আসতে শুরু করেছে। দুধ উৎপাদনকে উৎসাহিত করতে সরকার যখন ইতিবাচক উদ্যোগ নিচ্ছে, এমনকি বিশ্বব্যাংকের অর্থায়নে এ যাবৎকালের সর্ববৃহৎ প্রকল্প (৫ হাজার কোটি টাকার) বাস্তবায়ন করতে যাচ্ছে- তখন গুঁড়াদুধের ওপর শুল্ক হ্রাস সরকারের নীতিকেই প্রশ্নবিদ্ধ করবে।

আর এ প্রস্তাবনা বাস্তবায়িত হলে সারাদেশের লাখো খামারির সর্বনাশ হবে, এ খাতে বিনিয়োগ নিরুৎসাহিত হবে। তিনি বলেন, অভ্যন্তরীণ উৎপাদনে স্বাবলম্বী হতে হলে গুঁড়াদুধ আমদানিকে নিরুৎসাহিত করতে হবে।

সারাবাংলা/ইএইচটি/জেএএম

 


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর