Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোল্লা কলেজে হামলায় আহত ১২ শিক্ষার্থী ঢামেকে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৫:৪৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৫৪

মোল্লা কলেজে হামলায় আহত ১২ শিক্ষার্থী ঢামেকে

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা চালিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ ও শহিদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে দুপক্ষের মধ্যে মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পালটায় ১২ শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে যাত্রাবাড়ি ড. মাহবুবুর রহমান কলেজের সামনে ঘটনাটি ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আহতরা হলেন, সোহরাওয়ার্দী কলেজের শাহিদুল ইসলাম (১৭), রাজীব (১৯), আব্দুর রহমান (১৮), রাশেদ (১৯), আশিকুল ইসলাম (২০),কবি নজরুল কলেজের অনুপম দাস (২০), রানা আহমেদ (১৮), আবির (২২), জাহিদুল ইসলাম (২১) হাসিনুর(২২) আরিয়ান আহমেদ (১৯), সিফাত (১৭),আসিফ (১৮),ইম্পেরিয়াল কলেজের হুমায়ুন খান (২০), ড. মাহবুবুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী মিয়া হোসেন নাফি (১৭) সলিমুল্লাহ কলেজের নোমান (১৮)।

আরও পড়ুন: মোল্লা কলেজে ২ কলেজের শিক্ষার্থীদের হামলা, আহত ২০

হাসপাতালে ইজাজ মাহমুদ সাজিদ নামে এক শিক্ষার্থী জানান, ‘গতকাল ড. মাহবুবুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাংচুর চালায়। এই ঘটনায় আমরা কবি দুই কলেজের শিক্ষার্থীরা মাহবুবুর রহমান ডিগ্রি কলেজে যাই। তখন সেখানকার শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করে।’

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘যাত্রাবাড়ি এলাকা থেকে বিভিন্ন কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। এদের বেশীরভাগেরই মাথায় আঘাত রয়েছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

যাত্রাবাড়ী শিক্ষার্থী সংঘর্ষ