৫ তলার ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু
২১ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৪
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : পুরান ঢাকার বংশাল আগাসাদেক রোডের একটি বাসার ছাদ থেকে পড়ে তানজিয়া সালাম সেতু (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে আগাসাদেক রোডের ৯৩ নম্বর বাসায় পাঁচ তলা থেকে সে পড়ে যায়।
তরুণীর পরিবার জানিয়েছে, সে মানসিক ভারসাম্যহীন ছিল। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে আত্মহত্যা করেছে।
মৃত সেতুর মামা ফারুক হোসেন জানান, পটুয়াখালীর বাউফল উপজেলার সেনা কর্মকর্তা আব্দুস সালামের মেয়ে সেতু। পরিবারের সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় থাকত সে। মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল সেতু। বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসাও করানো হয়।
গত ২দিন আগে তার মা-বাবা গ্রামের বাড়িতে যান। এ সময় সেতুকে পুরান ঢাকায় তার মামার বাসায় রেখে যান।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সে ওই বাসার ৫ তলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা দেড়টায় মৃত ঘোষণা করেন। এক ভাই এক বোনের মধ্যে সেতু ছিল ছোট।
মৃত সেতুর মামা আরও জানান, গত রোজার রাঙ্গামাটিতে পাহাড় ধসে মাটির নিচে চাপা পরে মৃত্যু হয় সেতুর বড়ভাই ক্যাপ্টেন তানভীর এর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএস/এসএ/একে