Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো ফজলে করিমকে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৮:২২

সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সোমবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক আবু বক্কর ছিদ্দিকী এ আদেশ দেন।

সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় এ বি এম ফজলে করিম চৌধুরীকে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন সারাবাংলাকে জানান, ‘চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আদালতে আনা হয়েছিল। ওই মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া স্বাপেক্ষে শ্যোন অ্যারেস্টের আবেদন করে পুলিশ। এরপর আদালত শ্যোন অ্যারেস্টের আদেশ দেয়।’

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট নগরীর বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হয়ে মারা যান ফজলে রাব্বি নামে একজন। এ ঘটনায় গত ২১ আগস্ট ফজলে রাব্বির বাবা মো. সেলিম বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২৭০ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল।

ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ বি এম ফজলে করিম চৌধুরী ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করা হয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে।

সারাবাংলাকে/আইসি/এইচআই

এ বি এম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ চট্টাগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর