Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের আর্টিকুলেশন ঠিক থাকলে শেখ হাসিনার গুপ্তধনের সন্ধান মিলবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৮:৪৬

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন একটা একটা করে বের হচ্ছে ঘটনা। প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে। সত্যিকার অর্থে অন্তর্বর্তী সরকারের আর্টিকুলেশন ও ড্রাইভ যদি ঠিক থাকে, তাহলে শেখ হাসিনার গুপ্তধনগুলির সন্ধান আমরা পাব।

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ঢাকা সাংবাদিক ইউনিয়নে বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে টেন্ডার ছাড়াই একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুযোগ দিয়েছে। আর এ বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাজ পেয়েছে শেখ হাসিনার পরিবারের সদস্য অথবা আত্মীয় স্বজন। কাজ যেই পাক, লুটপাতের একটা অংশ শেখ পরিবারের তহবিলে গিয়ে জমা হয়েছে। তিনি (শেখ হাসিনা) যে লুটের রাজত্ব কায়েম করেছিলেন, তা নজিরবিহীন।’

বিজ্ঞাপন

জাতীয় প্রেসক্লাব থেকে বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেফতার হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘‘ইকবাল সেবহান চৌধুরী মনে হয় সেদিন পুলিশ ডেকে এনে মহাসচিবকে প্রেসক্লাব থেকে গ্রেফতার করিয়েছিলেন। প্রেস ক্লাবের ভেতরে ফ্যাসিবাদের থাবা ছিল। শ্যামল দত্তরা আন্দোলনের সময় টকশোতে বলেছেন, ‘ছাত্ররা ভুল আন্দোলন করছে’।’’

সরকারের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘দ্রুততম সময়ে জনগণের দাবি নিষ্পত্তি করবেন, এটা আমাদের দাবি। যত দ্রুত নির্বাচন দেবেন, ততই দেশের জন্য, গণতন্ত্রের জন্য ভালো হবে।’’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-২
২৫ নভেম্বর ২০২৪ ২০:০১

আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৩৪
২৫ নভেম্বর ২০২৪ ১৯:৫২

কেন বিয়ে হচ্ছে না উর্বশীর?
২৫ নভেম্বর ২০২৪ ১৯:২৫

আরো

সম্পর্কিত খবর