Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাসিক হোটেলে নারীর গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৯:১২

মানিকগঞ্জ: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রংধনু আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে হোটেলে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির নাম রুবেল হোসেন। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়। ঘটনার পর থেকে সে পলাতক।

হোটেল ম্যানেজার ওয়াশিম বলেন, রোববার রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারী হোটেলে উঠেন। সকালে হোটেল রুম পরিষ্কারের জন্য পরিচ্ছন্নতাকর্মী দরজায় কলিং বেল বাজায়। ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় বিষয়টি কতৃপক্ষকে জানানো হয়। পরে দরজা খুলে নারীর মরদেহ দেখতে পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, ‘নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালচনা করে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজে বের করতে চেষ্টা চলছে।’

সারাবাংলা/এসআর