সব ছাত্রসংগঠন নিয়ে জরুরি সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
২৫ নভেম্বর ২০২৪ ২০:১৮
ঢাকা: দেশের উদ্ভূত পরিস্থিতিতে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২৫ নভেম্বর) প্লাটফর্মটির নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। এদিন রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে এ সভা হবে বলে জানা গেছে।
এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের ফোন করে ডাকা হয়েছে বলে ছাত্রসংগঠনের নেতারা সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা ডেকেছে। ইনশাআল্লাহ দ্রুতই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।’
সারাবাংলা/এআইএন/পিটিএম