এত টাকা কখনো কারও ছিল না পৃথিবীতে
২৫ নভেম্বর ২০২৪ ২১:৪৯
শীর্ষ ধনীর তালিকায় আগেই নাম লিখিয়েছেন টেসলার ইলন মাস্ক। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সরাসরি মাঠে নেমে এবং ভোটের পর ট্রাম্পের ‘মন্ত্রিসভা’য় স্থান পাওয়ার ঘোষণায় তাকে নিয়ে আলোচনাই শেষ হচ্ছে না। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক এবার দিয়েছে আরেক চমকপ্রদ তথ্য— সম্পদের পরিমাণে সবকালের সব রেকর্ড ভেঙে দিয়েছেন মাস্ক!
তথ্য বলছে, ইলন মাস্কের নিট সম্পদের পরিমাণ এখন ৩৪ হাজার ৮০০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী, কোনো ব্যক্তির সম্পদের এই পরিমাণ সর্বকালের সবচেয়ে বেশি। অর্থাৎ ব্যক্তিগতভাবে পৃথিবীতে কেউ কখনো এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়নি।
ব্লুমবার্গের খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় টেসলা ও মাস্কের জন্য বড় সুখবর হয়ে আসে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই টেসলার শেয়ারের দাম বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণও।
তথ্য বলছে, ৫ নভেম্বর নির্বাচনের দিন থেকে পরবর্তী ২০ দিনে টেসলার শেয়ারের দাম বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত। গত তিন বছরের মধ্যে টেসলার শেয়ারের এটিই সর্বোচ্চ দাম। এই শেয়ারের দাম বাড়তে থাকার কারণেই মাস্কের সম্পদ ৭০০ কোটি ডলার বেড়ে গেছে।
এর আগে ২০২১ সালের নভেম্বরে ইলন মাস্কের নিট সম্পদের পরিমাণ ছিল ৩২ হাজার ৩০ কোটি ডলার। এবারে রাতারাতি ৭০০ কোটি ডলার বেড়ে যাওয়ায় সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছেন মাস্ক। তার সম্পদ ছাড়িয়েছে ৩৪ হাজার কোটি ডলার।
সারাবাংলা/টিআর