Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে গেলেই লাখ টাকা ঋণ
‘অহিংস গণঅভ্যুত্থানে’র সংগঠক মাহবুবুল আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ২৩:০৯

অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম।

ঢাকা: কথিত অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলমকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম। ঢাকার শাহবাগে গেলেই বিনা সুদে মিলবে লাখ টাকা ঋণ— এমন প্রলোভন দেখিয়ে জমায়েতের চেষ্টা করছিল সংগঠনটি। এর আগে একই সংগঠনের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে গ্রেফতার করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় মাহবুবুলকে। রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

সিটিটিসি সূত্রে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালানো হয় শান্তিনগরে। অভিযানে গ্রেফতার মাহবুবুল আলম চৌধুরী ‘অহিংস গণঅভ্যুত্থানে’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব।

ডিসি তালেবুর রহমান জানান, গ্রেফতার মাহবুবুল আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিদেশে পাচার করা বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে— এমন তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে অহিংস গণঅভ্যুত্থানের বিরুদ্ধে। সংগঠনটি জানায়, এই ঋণ পেতে সবাইকে শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে। এর মাধ্যমে শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সারাবাংলা/ইউজে/টিআর

অহিংস গণঅভ্যুত্থান বিনা সুদে মিলবে লাখ টাকা ঋণ মাহবুবুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর