Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়ামালবিহীন বার্সা নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪ ০৯:৪০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৪৯

ইয়ামাল ও ফ্লিক

এই মৌসুমে বার্সেলোনার অন্যতম কাণ্ডারি হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সেই ক্লাবের বড় ভরসার জায়গা হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। তবে বারবারই ইনজুরির আঘাতে মাঠের বাইরে থাকতে হচ্ছে এই তরুণকে। আজ রাতে চ্যাম্পিয়নস লিগে ব্রেস্টের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাচ্ছে না কাতালানরা। ম্যাচের আগে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, ইয়ামালকে ছাড়া দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন তিনি।

নভেম্বরের শুরুতে চ্যাম্পিয়নস লিগের রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন ইয়ামাল। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। ইয়ামালকে ছাড়া এর পরের দুই ম্যাচেই জয়ের দেখা পায়নি বার্সা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হার ও লেগানেসের বিপক্ষে ড্রয়ে লা লিগায় শীর্ষস্থান বেশ নড়বড়েই হয়ে গেছে ফ্লিকের দলের। ইয়ামাল মাঠের বাইরে থাকবেন আরও কিছুদিন।

বিজ্ঞাপন

ব্রেস্টের বিপক্ষে ম্যাচের আগে ফ্লিক তাই ইয়ামালের অভাবটা প্রকাশ্যেই জানিয়েছেন, ‘আমরা সবাই জানি সে কতোটা প্রতিভাবান। মাঠে তার পারফরম্যান্স বড় প্রভাব ফেলে। সে শুধু পজেশন ধরে রাখতেই সাহায্য করে না, অনেক ফাঁকা জায়গায়ও তৈরি করে প্রতিপক্ষের হাফে। তাকে দল অনেক বেশি মিস করছে।’

ইনজুরি কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন ইয়ামাল, এমনটাই আশা ফ্লিকের, ‘আমি মনে করি সামনের ম্যাচটাই তার মাঠের বাইরে থাকার শেষ ম্যাচ হবে। তাকে অনুশীলনে ভালোই দেখাচ্ছিল। আমাদের একটু অপেক্ষা করতে হবে। আশা করছি লা লিগার সামনের ম্যাচেই আমরা তাকে পাব।’

চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বার্সা।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর