রোনালদোর জোড়া গোলে আল নাসরের দুর্দান্ত জয়
২৬ নভেম্বর ২০২৪ ১০:১৯
বয়স তার ৪০ ছুঁইছুঁই। তবে এই ‘বুড়ো’ বয়সেও জাতীয় দল ও ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর আরেকটি জাদুকরি রাত দেখল ফুটবল বিশ্ব। এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে রোনালদোর জোড়া গোলেই আল ঘারাফাকে ৩-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত করেছে আল নাসর।
আন্তর্জাতিক বিরতির সময় পর্তুগালের হয়েও গোল পেয়েছিলেন রোনালদো। ক্লাবের হয়ে খেলতে নেমে সেই ধারা বজায় রাখলেন তিনি। নাসর-ঘারাফা ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। এই হাফে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন সিআর সেভেন। তবে প্রতিবারই তাকে হতাশ করেছেন প্রতিপক্ষের কিপার। ভিএআরের কারণে বাতিল হয়েছিল একটি পেনাল্টিও।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন সেই রোনালদোই। ৪৬ মিনিটে তার গোলে দারুণ এক হেডে লিড নেয় নাসর। ৬৪ মিনিটে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে খেলা প্রায় নিশ্চিত হয়েছে সৌদি ক্লাবটির।
গত রাতের জোড়া গোলে রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১৩। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে তিনিই সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক।
সারাবাংলা/এফএম