Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৫

সংঘর্ষে আহত হয়েছে আরও অনেকে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকে সোমবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। সেই বিক্ষোভ মিছিল ক্রমে সংঘর্ষের আকার নিয়েছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত দেশটিতে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে ইমরান খান মুক্তির দাবিতে বিক্ষোভ, নিহত পুলিশ

বিজ্ঞাপন

এর আগে রোববার (২৪ নভেম্বর) ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে রাজধানীর উদ্দেশে বিক্ষোভ মিছিল শুরু করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর কর্মী ও সমর্থকেরা। সোমবার সন্ধ্যায় মিছিল ইসলামাবাদে পৌঁছায়। বিক্ষোভকারীরা আরও এগোনোর সিদ্ধান্ত নিলে নামানো হয় সেনাবাহিনী। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এর পরেই পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের গুলিতে এক জন পুলিশকর্তার মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন আরও চার জন নিরাপত্তাকর্মী ও একজন বেসামরিক নাগরিক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সংঘর্ষের জেরে আহত হয়েছেন আরও অনেকে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়ি। পরিস্থিতি সামাল দিতে ছোঁড়া হয়েছে কাঁদুনে গ্যাস।

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে উত্তাল ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অশান্ত করার যেকোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মরদেহগুলো স্থানীয় পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে থাকা এক পুলিশ কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ইমরান খান পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর