Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায্য মূল্য প্রাপ্তি ও আমদানিতে ৩০% কর নির্ধারণের দাবি রাবার মালিকদের


২৬ নভেম্বর ২০২৪ ১৬:৫৪

বান্দরবান : বিক্রি করে রাবার বোর্ড কর্তৃক নির্ধারিত মূল্য প্রাপ্তি ও আমদানিতে ৩০% কর নির্ধারণের দাবি রাবার মালিকদেরবিক্রি করে রাবার বোর্ড কর্তৃক নির্ধারিত মূল্য (২৮৮ টাকা) পাওয়া এবং বাইরে থেকে রাবার আমদানিতে ৩০ শতাংশ কর নির্ধারণের দাবীতে আন্দোলনে নেমেছে বান্দরবানের বাইশারীর স্থানীয় রাবার বাগান মালিকরা।
মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে মানবন্ধনের পর ইউএনও’র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানে সরকার নির্ধারিত ২৮৮ টাকার পরিবর্তে বাইশারী বাগান মালিকরা রাবার বিক্রি করে দাম পাচ্ছে ১৫০-১৬০ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, রাবার বাগান মালিকদের দাবি যৌক্তিক। বিষয়টি উর্ধ্বতন প্রশাসনে অবহিত করা হবে।

রাবার বাগান মালিকরা বলেন, বাইশারীতে সাদা সোনা হিসেবে খ্যাত রাবারের জন্য বিখ্যাত। যেখানে ১৫ হাজারের অধিক ভূমিতে রাবার চাষে অন্তত ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা চলে। এখানকার রাবার দেশের অর্থনীতে বিশেষ অবদান রাখছে। গত কয়েক বছর ধরে রাবারের দর পতনের কারণে বাগান টিকিয়ে রাখা দুষ্কর হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় রাবার বাগান মালিক সমিতির আহবায়ক মোহাম্মদ রফিক বশরী, সদস্য সচিব জসিম উদ্দিন, রাবার বাগান মালিক আবুল কালাম, আবদুস সালাম, নুরুল হুদা, আলী মো: মিনহাজ ও জাফর আলম প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর