ইউসিবির উসকানিতে সংঘর্ষের সৃষ্টি— দাবি সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের
২৬ নভেম্বর ২০২৪ ১৬:৫৮
জবি: ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ (ইউসিবি) নামের তৃতীয় পক্ষের উসকানিতে সংঘর্ষ সংগঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এর সাথে জড়িত নন। আগামীতে ঝামেলায় না জড়ানোর অনুরোধ করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সরকারি ‘শহীদ সোহরাওয়ার্দী কলেজে’র শিক্ষার্থীদের ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সম্মেলনে কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী লিখন ইসলাম বলেন, ‘তৃতীয় পক্ষের উসকানিতে মূলত এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এর সঙ্গে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা জড়িত নন। আমাদের নাম ব্যবহার করে তারা হামলা করেন।’
তৃতীয় পক্ষের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাহিম ইসলাম বলেন, ‘ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ (ইউসিবি) নামে একটি সংগঠন তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে আসছেন। মোল্লা কলেজের সাথে আমাদের ব্যক্তিগত কোন ঝামেলা নাই। ইউসিবি মূলত এ দ্বন্দ্বের সাথে সম্পৃক্ত।’
প্রসঙ্গত, অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও কবি নজরুল-সোহরাওয়ার্দী কলেজ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মোল্লা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।
সারাবাংলা/এইচআই