Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে মিত্রদের বিভক্তির দায় সরকার এড়াতে পারে না: এবি পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৮:৫৫

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

ঢাকা: সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে মিত্রদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে- এমন দাবি করে এ নিয়ে প্রশ্ন তুলেছে এবি পার্টি। এ দলের নেতারা বলেছেন, মাত্র তিন মাস আগে যে সকল ছাত্র একতাবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াই করেছে, ঢাল হয়ে একে অপরের জীবন রক্ষা করেছে, তারা কেন আজ হিংসা হানাহানিতে লিপ্ত হয়ে পরস্পরের রক্ত ঝরাচ্ছে? কেন রাজপথে নেমে প্রতিদিন সহিংস আন্দোলন করতে হচ্ছে অধিকার বঞ্চিতদের? আন্দোলনের মিত্রদের কন্ঠে কেন এত তাড়াতাড়ি অনৈক্য ও বিভক্তির সুর? সংঘাত, অস্থিরতা ও আন্দোলনে মিত্রদের বিভক্তির দায় অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই এড়াতে পারে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার আন্দোলনে সম্পৃক্ত সকল পক্ষের ঐক্য রক্ষার ব্যাপারে শুরু থেকেই উদাসীন। সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং দেশবাসীর উদ্বেগ দূর করতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৫ বছরের চরম নৈরাজ্যবাদী শাসনের অবসানের পর দেশবাসী আশা করেছিলেন, সব জায়গায় ধীরে ধীরে শান্তি ফিরবে। কিন্তু পতিত ফ্যাসিবাদের মদদপুষ্ট যড়যন্ত্রকারীয়া দেশে অরাজকতা তৈরির জন্য বারবার চেষ্টা চালাচ্ছে, সরকার সে যড়যন্ত্রের বিষয়ে কোন আগাম পদক্ষেপ নিতে পারছে না, বরং কখনও কখনও নিজের মিত্রশক্তিদের দূরে সরিয়ে তাদের ষড়যন্ত্রকারীদের দোসর বলে দায় এড়াতে চাচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সব শ্রেণী-পেশার মানুষের উদ্বেগ সরকার আমলে নিচ্ছেন না। আহত সংগ্রামীরাসহ এসব অধিকারের দাবিতে প্রতিদিন রাজপথে নেমে আসতে হচ্ছে নানা শ্রেণি পেশার মানুষকে। অথচ সরকারের পক্ষ থেকে একটা ভালো সমন্বয় টিম তৈরী করে এসকল আন্দোলন ও দাবি দাওয়া টেবিলে বসেই সমাধান করা যেত। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও দখলদারিত্বের যে অভিযোগ তার কোন সঠিক সুরাহা হচ্ছে না। তুচ্ছ কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ –এসব ক্ষেত্রে গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি অত্যন্ত সুস্পষ্ট। অহিংস গণমত খানের জনসমাগমের বিষয়ে ভুল বোঝাবুঝিও সরকার আগাম ব্যবস্থা নিলে সমাধান করা যেতো।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের নীতির সমালোচনা করে বলা হয়, রাষ্ট্র শাসনে কোমলতা বলে কিছু নেই বরং ন্যায় ও ইনসাফের জন্য যথার্থতার নীতি অনুসরণই কাম্য। সর্বাত্মক জনসমর্থন, বিপ্লবের স্পিরিট, প্রস্তুত ক্ষমতা ও কর্তৃত্ব পাওয়া সত্ত্বেও ড. ইউনুসের মত শাড়ির জন্য নোবেল পুরস্কার পাওয়া জননন্দিত ব্যক্তিত্ব যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন- তাহলে তা হবে খুবই দুঃখজনক।

সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে গণঅত্যুত্থানের অংশীদার সকল পক্ষের মতামতের ভিত্তিতে একটি সমঝোতা সনদ তৈরীর প্রস্তাব উত্থাপন করা হয়। বৈষম্য বিরোধী সকল ছাত্র-জনতাকে নিয়ে শিগগিরিই একটি গণঅভ্যুত্থানের সনদ তৈরীর ঘোষণাও দেন তারা।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর