জানমালের নিরাপত্তা নিশ্চিতে কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতি শিল্প উপদেষ্টার আহবান
২৬ নভেম্বর ২০২৪ ১৯:০৬
ঢাকা : জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার শ্যামপুরে বিসিআইসি’র রাসায়নিক গোডাউন পরিদর্শন শেষে
কেমিক্যাল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসি’র চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ও পুরান ঢাকাস্থ কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতিনিধিগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
শিল্প উপদেষ্টা বলেন, গুদামসমূহ বিস্ফোরক পরিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সম্পৃক্ততা রেখে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত গোডাউনসমূহের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাই উক্ত গোডাউনসমূহ ভাড়া নিয়ে পুরান ঢাকা থেকে স্থানান্তরিত হয়ে ব্যবসা সম্প্রসারিত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন, বিগত ২০১৯ সালে পুরান ঢাকা’র চুড়িহাট্টায় রাসায়নিক দ্রব্যাদি সংরক্ষণের গুদামে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডের সূত্র ধরে পুরান ঢাকা’র রাসায়নিক গুদামসমূহ রাষ্ট্রীয় জরুরী প্রয়োজন ও জনস্বার্থে এবং অগ্রাধিকার প্রকল্প বিবেচনায় বিসিআইসি’র মালিকানাধীন শ্যামপুরস্থ উজালা ম্যাচ ফ্যাক্টরির ৬.১৭ একর জায়গায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৫৪টি গুদাম নির্মাণ করা হয়েছে।
সারাবাংলা/আরএস