Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম আলো বগুড়া অফিসে দুর্বৃত্তদের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ২০:২৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২১:৪৯

প্রথম আলো অফিস, বগুড়া। ছবি: সংগৃহীত

বগুড়া: জেলার প্রথম আলো কার্যালয়ে হামলা হয়েছে। দুর্বৃত্তরা শহরের বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়কে প্রথম আলোর অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এসময় অফিসের কেউ সেখানে ছিলেন না। দুর্বৃত্তরা দ্রুত ভাংচুর করে চলে যায়।

সোমবার (২৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

প্রথম আলো বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ বলেন, ‘রাত ১০টা ৩৪মিনিটে আটটি মোটরসাইকেলে দৃর্বৃত্তরা আসে। তারা ব্যাগে পাথর নিয়ে এসেছিল। সেই ইটপাটকেল-পাথর দিয়ে তারা অফিসে হামলা করে। এতে অফিসের সামনের গ্লাস ও নিয়ন সাইনবোর্ড ভেঙ্গে যায়। গ্লাস ভেদ করে পাথর
অফিসের ভিতরে গিয়ে পড়ে। হামলাকারীরা মাস্ক পড়ে ও মুখ ঢেকে ছিল।’

তিনি বলেন, ‘আমরা হামলার আশঙ্কা করছিলাম। এজন্য বিষয়টি পুলিশকেও জানান হয়েছিল। সোমবার রাতে প্রথম আলো বগুড়া অফিসে কর্মরতরা হামলার শঙ্কায় আগেই অফিস থেকে চলে যান। হামলার পর পুলিশ প্রথম আলো অফিস পরিদর্শনে যায়।’

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, ‘তাদের একাধিক টিম হামলাকারীদের সনাক্ত করার চেস্টা করছেন। হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

এদিকে হামলার ঘটনায় প্রথম আলো বগুড়া অফিসে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তা শঙ্কায় ভুগছেন বলে জানিয়েছেন।

সারাবাংলা/এইচআই

প্রথম আলো বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর