Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে: ধর্ম উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ২১:২৫

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপ‌দেষ্টা ড. আ ফ ম খা‌লিদ হোসাইন ব‌লেছেন, বর্তমান সরকার নির্বাচ‌নের‌ দি‌কে অগ্রসর হ‌চ্ছে। নির্বাচন ক‌মিশন গঠন করা হ‌য়ে‌ছে। ভোটার তা‌লিকা হালনাগদ ক‌রে প্রধান উপ‌দেষ্টা নির্বাচ‌নের তা‌রিখ‌ ঘোষণা কর‌বেন। এদে‌শের জনগণ দীর্ঘদিন তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে পা‌রেনি, আগামী‌তে যেন যার ভোট‌ সে দি‌তে পা‌রে, সেই প‌রি‌বেশ তৈরি করা হ‌চ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপু‌রে রাঙ্গামাটির কাউখালী উপ‌জেলার বেতবু‌নিয়ায় জ‌া‌মিয়তুশ শায়ক জ‌মির উদ্দিন আল ইলা‌মিয়া মাদরাসায় সংবর্ধনা ও শিক্ষা সে‌মিনা‌রে প্রধান ‌অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তি‌নি বৈষম‌্যহীন দুনী‌তিমুক্ত বাংলা‌দেশ গড়‌তে সবার সহ‌যোগিতা কামনা ক‌রেন।

কাউখালী উপজেলার নানুপুর জা‌মেয়া ইসলামী উবাইদিয়া মাদরাসার মহাপ‌রিচালক শাহ মাওলানা সালাউদ্দিন নানুপু‌রীর সভাপ‌তি‌ত্বে সে‌মিনা‌রে আরও বক্তব‌্য দেন রাঙ্গামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হো‌সেন খান, কাউখালী উপ‌জেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুর রহমান, হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার প‌রিচালক (শিক্ষা) মাওলানা জ‌সিম উদ্দিন, জ‌া‌মিয়তুশ শায়ক জ‌মির উদ্দিন আল ইলা‌মিয়া মাদরাসার প‌রিচালক মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।

সারাবাংলা/এইচআই

ড. আ ফ ম খা‌লিদ হোসাইন ধর্ম উপদেষ্টা রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর