Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে’

স্পেশাল করসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ২১:৫৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঢাকা: হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কাজে যেন কোনো প্রকার বিলম্ব না হয়। মানুষকে যেন কোনো বিপর্যয়ের মুখোমুখি হতে না হয় সে জন্য আগাম প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এবার আর কোনো ভাবেই হাওরের বাঁধ ভাঙতে দেওয়া যাবেনা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘পানি নামার সঙ্গে সঙ্গে প্রি-ওয়ার্ক করে হাওরের বাঁধের ভাংগা অংশে দ্রুত বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করতে হবে। পানি নামার সঙ্গে সঙ্গে বাঁধের যে সকল অংশে মেরামত জরুরি হবে সেখানে দ্রুত মেরামতের কাজ শুরু করতে হবে।’ সেই সঙ্গে আগামী বর্ষা মৌসুম আসার আগেই কাজ শেষ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের তিনি আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম চলবে কিন্তু টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রিত থাকবে উল্লেখ করে উপস্থিত সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘কত লোক আসতে পারবে কতগুলো হাউজবোট চলতে পারবে। হাউজবোট কোন নিয়মগুলো মেনে চলবে, প্লাস্টিক-পলিথিন আনবে কিনা, হাওরে জোরে জোরে গান বাজাবে কিনা, সবগুলো আমরা নিয়ন্ত্রণ করবো। নিয়ন্ত্রণ করার জন্য ইতোমধ্যেই যারা এ কার্যক্রমগুলো করে তাদের কাছে আমরা পরামর্শ চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসককে দ্রুত এ বিষয়ে সভা করতে বলা হয়েছে। সভায় সকলের মতামত নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে টাঙ্গুয়ার হাওরে পর্যটন নিয়ন্ত্রণের জন্য একটা নীতিমালা করবো।’

বিজ্ঞাপন

পরে বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সভা কক্ষে হাওর এলাকায় কাবিটা কাজ বাস্তবায়ন সংক্রান্ত সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে, এখন থেকে বোর্ডের সকল উন্নয়ন প্রকল্পের কাজের তথ্য সম্বলিত সাইনবোর্ড প্রকল্প এলাকায় দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে দিতে হবে। যাতে প্রকল্প সংশ্লিষ্ট এলাকার লোকজন জানতে পারে তাদের এলাকায় কী ধরনের উন্নয়ন কাজ হচ্ছে।’

মতবিনিময় সভায় উন্নয়ন প্রকল্পের টাকা জনগণের টাকা উল্লেখ করে উপদেষ্টা সর্বোচ্চ সততার সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের মতামত শোনেন এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে স্থানীয়দের আশ্বস্ত করেন।

পানি সম্পদ উপদেষ্টার সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পানি সম্পদ সচিব নাজমুল আহসান, কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন, পাউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊধ্বর্তন কর্মকর্তারা।

এছাড়া, মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন, সাংবাদিক, আইনজীবী, কৃষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এইচআই

সৈয়দা রিজওয়ানা হাসান

বিজ্ঞাপন

‘ফের ভয়াবহ বিপ্লব হতে পারে’
২৬ নভেম্বর ২০২৪ ২৩:৩৪

আরো

সম্পর্কিত খবর