মেসিদের নতুন কোচের দায়িত্ব পেলেন যিনি
২৭ নভেম্বর ২০২৪ ০৯:৫২
কিছুদিন আগেই ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন টাটা মার্টিনো। লিওনেল মেসিদের নতুন কোচ কে হবেন, সেটা নিয়েই চলছিল জল্পনা কল্পনা। অবশেষে নতুন কোচ হিসেবে সাবেক আর্জেন্টিনা ও বার্সেলোনা সতীর্থকেই পাচ্ছেন মেসি। ইন্টার মায়ামির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক আর্জেন্টিনা ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোকে।
মেজর সকার লিগের প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পরপরই কোচের দায়িত্ব ছেড়েছিলেন মার্টিনো। তার পরিবর্তে কে নেবেন মেসিদের দায়িত্ব, সেটাই ছিল বড় প্রশ্ন। এই কয়েকদিন বেশ কয়েকজনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত মাসচেরানোর কাঁধেই আসছে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব।
মেসি ও মাসচেরানো একসাথে খেলেছেন এক যুগেরও বেশি সময় ধরে। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে একই দলে খেলে দুজন জিতেছেন বহু ট্রফি। এবার মেসির ‘বস’ হিসেবেই মায়ামিতে আসছেন মাসচেরানো। ২০২৭ সাল পর্যন্ত তার সাথে চুক্তি করেছে মায়ামি।
মেসিদের দায়িত্ব নিতে পেরে উচ্ছ্বসিত মাসচেরানো, ‘মায়ামির মতো ক্লাবের কোচ হতে পেরে আমি গর্বিত। আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই। আমি চাই ক্লাব নতুন উচ্চতায় পৌঁছে যাক। সমর্থকদের জন্য ভালো কিছু উপহার দিতে চাই আমরা।’
মায়ামির কোচ হওয়ার আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল ও অলিম্পিক দলের কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন মাসচেরানো।
সারাবাংলা/এফএম